রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, অতঃপর...

পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটককৃতরা। ছবি : কালবেলা
পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটককৃতরা। ছবি : কালবেলা

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মারধর করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার এক ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে মাদক উদ্ধার অভিযানে গেলে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে পরিবারের সদস্যরা ফরিদ শেখ নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হন।

আটক ব্যক্তিরা হলো ফরিদ শেখের দুই ভাই আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭) ও মিন্টু শেখ (৫৫), ভাবি শেফালী বেগম (৪৩), দুই ননদ নাসিমা বেগম (৩৫) ও শিমু বেগম (২০) এবং ভাতিজি সোহাগী বেগম (২৫)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় পুলিশ ফরিদের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার চেষ্টা করলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা ফরিদের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে, পরে রাজবাড়ী সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদ শেখকে মাদকসহ আটক করার পর তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হন। হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক ফরিদ ও তার স্ত্রী মুক্তা আক্তারকে ধরতে অভিযান চলছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ‘পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরিদের পরিবারের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন কালবেলাকে বলেন, ‘ফরিদ শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। আজকের অভিযানে তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খুবি ক্যাম্পাসে মশাল মিছিল

রাজশাহীতে ডাকাতি-ছিনতাই-চাঁদাবাজি চক্রের ১১ জন গ্রেপ্তার

গ্রাহকদের টাকা আত্মসাৎ, পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন স্বামী

পাকিস্তান-বাংলাদেশ না পারলেও পেরেছে আফগানিস্তান

ফেঁসে যাচ্ছেন ‘শেখ বাড়ি সিন্ডিকেট’ সদস্য খুবির সাবেক দুই ভিসি

৭ বছর পর বিএনপির বর্ধিত সভা

শব্দদূষণ রোধে রাজশাহীতে ক্যাম্পেইন

মান্নার ভাইসহ নাগরিক ঐক্যের ৯ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা মহানগর বিএনপির কমিটি গঠন

শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় আটক ৪

১০

ঢালাইয়ের পরই ফেটেছে ২ কোটি টাকার সড়ক

১১

সুপার স্পেশালাইজড হাসপাতাল / নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৫৪৪ জনের ফল বাতিল

১২

স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

নাহিদের অ্যাকাউন্টে কত টাকা?

১৪

বানরের উৎপাতে দিশাহারা গ্রামবাসী

১৫

সাজেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার

১৬

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে শিবির সভাপতির স্ট্যাটাস

১৭

জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ জানালেন সামান্তা

১৮

বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ববাসী

১৯

‘আগস্টের অর্জন স্মরণ করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি’

২০
X