ফেনী সদর উপজেলায় সংবাদ প্রকাশের জের ধরে ওমর ফারুক নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ওনার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক ওমর ফারুক জানান, ইতোপূবে স্থানীয় বালু লুট সম্পর্কিত খবর প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে জামাই ফারুক, মামুন ও সোহাগসহ ১০-১২ জনের সংঘবদ্ধ চক্র আমার ওপর হামলা চালায়। তারা আমাকে কিল-ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকে। পরে চিৎকার করলে সটকে পড়ে। পরে স্থানীয়রা ফারুককে উদ্ধার করে। হামলাকারীরা স্থানীয় যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ফেনীতে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টির নিন্দা জানিয়ে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আমরা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। বিষয়টি ফেনী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফেনীর প্রশাসনকে অবহিত করা হয়েছে। আহত ওমর ফারুককে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতের মধ্যে হামলাকারী চিহিৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সহকর্মী ওমর ফারুকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কেউ সাংবাদিক সমাজের ওপর হামলা করতে সাহস না পায়।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার কালবেলাকে জানান, জামাই ফারুক আমাদের যুবদলের কেউ না। আমরা জেনেছি সে অনেক আগে যুবদল করত এবং পরে বিদেশ চলে গেছে। তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। সাংবাদিকের ওপর হামলাকারী যেই হোক তার পরিচয় না জেনে দ্রুত গ্রেপ্তার করার জন্য ফেনীর প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান কালবেলাকে জানান, আহত সাংবাদিক ওমর ফারুকের ওপর হামলার ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরইমধ্যে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা হাসপাতালে আহত ওমর ফারুককে খোঁজখবর নিয়েছেন। এ সময় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।
জানা গেছে, সাংবাদিক ওমর ফারুক দৈনিক ইনকিলাব পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন