কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জনকে অচেতন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

লক্ষ্মীপুরের কমলনগরে খাবারের সঙ্গে চেতনানাশক (নেশাজাতীয় দ্রব্য) খাইয়ে শিশু, নারী ও পুরুষসহ এক বাড়ির তিন পরিবারের ১২ জনকে অচেতন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সদস্যরা হলেন- ওই বাড়ির মো. শাহজাহান মৃধা (৭২), নুর ভানু (৬০), আকলিমা বেগম (২০), পলি আক্তার (১৬), পিংকি বেগম (২৫), মো. নিশান (২৮),পান্না আক্তার (২৭), আরমান হোসেন (১০), ইমরান হোসেন (৪), নুসরাত (৪) ও মরিয়ম (৪)।

স্থানীয়রা জানান, প্রতিবেশী এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল নারীরা। এর কোনো এক ফাঁকে দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে। পরে ওই খাবার খেয়ে বাড়ির তিন পরিবারের ১২ সদস্য অচেতন হয়ে পড়েন। এ সময় পরিবারের অপর সদস্যরা রাতে বাড়ি ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। তবে ঘরের কোনো জিনিসপত্র খোয়া যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন পলি আক্তার বলেন, প্রতিদিনের মতো রান্না শেষ করে ঘরের দরজা বন্ধ করে পরিবারের সবাই মিলে প্রতিবেশী এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাই। ফিরে এসে রান্না করা হাঁসের মাংস দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এ সময় দুই শিশু বমি করলেও বিষয়টি অনুমান করতে পারিনি। পরে জ্ঞান ফিরে দেখি হাসপাতালে।

স্থানীয় আবুয়াল হোসেন কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) হেলথকেয়ার প্রোভাইডার মো. কামরুল ইসলাম বলেন, বিয়ের বাড়িতে অনুষ্ঠান দেখতে যাওয়ার কোনো এক ফাঁকে দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে। পরে ওই খাবার খেয়ে বাড়ির তিনটি পরিবারের ১২ সদস্য অচেতন হয়ে পড়েন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, ধারণা করা হচ্ছে অসুস্থদের খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। অচেতন অবস্থায় নিয়ে আসা শিশুসহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্টে নতুন গ্রেপ্তার ৬৭৮

স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না : রিজভী

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হবে তো?

স্ত্রী-সন্তানসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অস্ত্র সমর্পণ করছে মণিপুরের বিদ্রোহীরা

তামাক পণ্যের ওপর কর আরও বাড়ানোর দাবি

আমরা গডফাদার-মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না : ডা. শফিকুর রহমান

নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ

আ.লীগ আমলের খেলাপি ঋণের গোপন তথ্য বেরিয়ে আসছে

সমন্বয়কদের নতুন সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে হট্টগোল  

১০

আহতদের কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

১১

সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৪৬ জন নিহত

১২

সাভারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৬

১৩

সাঈদ খোকন পরিবারের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ, জব্দ বাড়ি

১৪

উপসহকারী প্রকৌশলী নজরুলের ব্যাংকে ১ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

১৫

একুশে বইমেলায় শব্দনীলের কাব্যগ্রন্থ ‘চালাকচরের ফুলপরী’

১৬

মিনি কোল্ড স্টোরেজ ও খামারি সেবা কৃষিতে নতুন মাত্রা যোগ করবে : কৃষি উপদেষ্টা

১৭

নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা

১৮

দেশের ইতিহাসে খেলাপি ঋণের রেকর্ড

১৯

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

২০
X