সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ইউপি সদস্যদের পেটানোর অভিযোগ

পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ভেতরে পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একপর্যায়ে তাদের ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বের কেরে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা অস্বীকার করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু। তবে ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় ইউপি সদস্যদের মারধরের ফুটেজ দেখা যায়।

আহতরা হলেন- ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ সোহেল, ৩ নম্বর ওয়ার্ডের খায়ের হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের রবিন চৌধুরী।

আহত ইউপি সদস্য সোহেল বলেন, ইউনিয়ন পরিষদের সচিব মঙ্গলবার পরিষদ কাযালয়ে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়ে অনুষ্ঠানে আসার দাওয়াত দেন। সেই দাওয়াতে মঙ্গলবার দুপুরে তিন নারী ইউপি সদস্যসহ ৯ জন সদস্য অনুষ্ঠানস্থলে আসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা ছিলো সহকারী কমিশনার (ভূমি) ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন। তবে তিনি অনুষ্ঠানে আসেননি।

আহত অন্যান্য ইউপি সদস্যরা বলেন, সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহেদ ও যুবদল নেতা সোহেল, শ্রমিকদলের শহর আলী, নুর উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে উপস্থিত ইউপি সদস্যদের পিটিয়ে ও লাঞ্ছিত করে পরিষদ থেকে বের করে দেয়। এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চৌকিদাররা রাসেল, সালাহ উদ্দিন ও ক্ষিরমোহন বলেন, হামলার সময় ইউপি সদস্যদের রক্ষা করতে আসাতে তাদের ওপরও হামলার চেষ্টা করে তারা।

সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে ইউনিয়নের পরিষদের সচিব মিটিং করার কারণে স্থানীয় জনগণ ক্ষেপে যায়। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া কারও উপর হামলা করা হয়নি।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। উপজেলায় বিশেষ কাজ থাকাতে আমি অনুষ্ঠানেও যেতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে চাকরি মেলা, ৩৫ কোম্পানিতে ২ শতাধিক সুযোগ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আন্দোলনে আহতদের অবস্থান

রামপুরা-মালিবাগ রুটে যানজট নিরসনে যে নির্দেশনা দিল ডিএমপি

আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনে অস্বীকৃতি, পাকিস্তানে শতাধিক পুলিশ সদস্যকে বরখাস্ত

যে কারণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক 

ঢাবির ক্যান্টিগুলোতে মনিটরিং সেল গঠনের আবেদন

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

হল ছাড়‌ছেন কুয়েট শিক্ষার্থীরা

১০

প্রথম রমজান থেকে ভেজালবিরোধী অভিযান : শিল্প উপদেষ্টা

১১

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত দিল বিএসএফ

১২

এমি মার্তিনেজের চোটে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার ছায়া

১৩

ধর্ম অবমাননার অভিযোগে রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

১৪

আদালতে মেজাজ হারিয়ে ফেললেন হাজী সেলিম

১৫

প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

১৭

রোনালদোর গোল মাইলফলক, আল-নাসরের জয়ে উজ্জীবিত বার্তা

১৮

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জনকে অচেতন

১৯

‘জয় বাংলা’ ক্লাবের সভাপতি হলেন সাভার বৈষম্যবিরোধীর যুগ্ম আহ্বায়ক

২০
X