খুলনার ডুমুরিয়া উপজেলার রুদঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. তৌহিদুল ইসলাম তৌহিদকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে চেয়ারম্যান তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। মাঝেমধ্যে গভীর রাতে অতি গোপনে ইউনিয়ন পরিষদে এলেও দিনের বেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে তালা মারা থাকতো।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাছুদ রানা কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তৌহিদ চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৬ জুন রুদঘরা ইউনিয়ন বিএনপির সমাবেশে চেয়ারম্যান তৌহিদের নেতৃত্বে হামলা চালানো হয় যার পরিপেক্ষিতে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ডুমুরিয়া থানায় চেয়ারম্যান তৌহিদসহ একাধিক ব্যক্তিকে আসামি করে একটি নিয়মিত মামলা হয়। এবং ২০২৪ সালের ৬ মার্চ খুলনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুলান-১ এ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক তরুণীকে অপহরণের মামলায় অভিযুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চেয়ারম্যান তৌহিদ ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২১ সালে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর আস্থাভাজন হওয়ায় নির্বাচন পরবর্তীতে তৌহিদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
মন্তব্য করুন