গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোডের ১০ তলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এহতেশাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পথশিশু।
টঙ্গী পূর্ব থানা ওসি ফরিদুল ইসলাম জানিয়েছে, লাশ থানায় আনা হয়েছে। তার পরিচয় কি এবং বাকি আনুষঙ্গিক বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন