রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি : এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : কালবেলা
রাজশাহীতে প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : কালবেলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। এটা কিন্তু সত্য কথা। আমরা ৫২-৫৩ বছর ধরে প্রতিবছর ঋণ করে করে আমাদের বাজেট বড় হয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া এবং এর সুদ দেওয়া বিরাট বোঝা হয়ে গেছে। এভাবে আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী বিভাগের সব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে রাজশাহী চেম্বার এ সভার আয়োজন করে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। না হলে এ দেশ এগোতে পারবে না। আমরা এখন অটোমেশনের দিকে জোর দিচ্ছি। সারাদিনের সব চিন্তা আমাদের অটোমেশিন কেন্দ্রিক। এবার ১৪ লাখ ৩২ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দিয়েছেন।’

ট্যাক্স আদায়ে জোর দেওয়া হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছে। রিটার্ন দেয় ৪০ লাখ। তার মধ্যে ২৫-২৬ লাখই খুব একটা ট্যাক্স দেয় না, দিলেও একেবারে মিনিমাম ট্যাক্স। আর বাকিদের আমরা চেইজ করতে পারছি না। এটা নিয়ে আমরা সিরিয়াসলি কাজ করছি। প্রতিদিন একঘণ্টা কমিশনারদের সঙ্গে জুম মিটিং করছি। যারা রিটার্ন দিচ্ছেন না, তাদের নোটিশ করা হোক। তাদের অর্থের ট্রানজাকশন ট্র্যাক করা হোক। বাড়ি বাড়ি গিয়ে সম্পদ খোঁজা হোক।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না। ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এ সমস্যা আরও তীব্র হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার উপরেও জোর দেওয়া হচ্ছে। করপোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে। ট্যাক্স প্রদান সহজ করে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ৩ কোটি টাকার উপরের টার্নওভার সহনশীল করা হবে।’

প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগের ৮ জেলার ব্যবসায়ীরা সভায় তাদের মতামত তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে পঞ্চায়েত প্রধানকে অপসারণ

নরসিংদীতে মহাসড়কে গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

৫ আগস্ট আ.লীগের কবর রচিত হয়েছে : রাশেদ প্রধান 

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ

চোখের চিকিৎসাসেবায় ওএসবিতে আরও ৩টি স্পেশাল সেবা

‘অন্তর্বর্তী সরকারের কিছু লোকের বক্তব্যে দেশ অস্থিতিশীল হচ্ছে’

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

১০

দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রাখব : বাবর

১১

বিয়ে না করলে হারাবেন চাকরি, কোম্পানির সিদ্ধান্তে হইচই

১২

সরকারি ক্রয় খাত জিম্মি অবস্থায় রয়েছে : টিআইবি

১৩

পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে ওএসডি

১৪

কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা? 

১৫

একাত্তরে পালিয়েছে শেখ মুজিব আর চব্বিশে হাসিনা : নিতাই রায়

১৬

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ ব্যবসায়ীর

১৭

জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের চীন সফর নিয়ে প্রশ্ন

১৮

শিক্ষকদের বাধা, ভিসির বাসভবনে তালা না ঝুলিয়েই ফিরলেন শিক্ষার্থীরা

১৯

‘আমরা অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি’

২০
X