বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেছেন, আব্দুল্লাহ আল নোমানের দীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে কেটেছে।
বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সবার প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আব্দুল্লাহ আল নোমান ছিলেন এক অসাধারণ দেশপ্রেমিক, আপোষহীন রাজনৈতিক নেতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন অক্লান্ত সৈনিক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে তিনি ছিলেন অটল এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসে অবিচল। মন্ত্রী হিসেবে দেশ ও জাতির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।’
তিনি বলেন, ‘জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছেন, যার প্রভাব আজও বিদ্যমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি একজন সংগঠক হিসেবে অসামান্য ভূমিকা রেখেছিলেন, যা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন জনমানুষের নেতা- প্রাজ্ঞ, সৎ, বিনয়ী ও নিরহংকারী। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাঁর লড়াই কখনো থেমে থাকেনি। আজ তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
মন্তব্য করুন