চলতি অবস্থায় দুটি বগি রেখে গন্তব্যে চলে গেল খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশন এলাকায় বগি দুটি খুলে যায় মূল ট্রেন থেকে। পরে গড়তে গড়তে চলে যায় বেলপুকুর পর্যন্ত। তবে ওই বগিগুলোতে (এমটি বগি) কোনো যাত্রী ছিলেন না।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে যায় হরিয়ান স্টেশনে। সেখানে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ানী স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।
তিতুমীর এক্সপ্রেসের যাত্রী আরমান আলী বলেন, এক ঘণ্টার বেশি সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেন হরিয়ানা স্টেশনে থেমে আছে। রাজশাহী স্টেশন থেকে সকালে প্রায়ই ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। আস্তে আস্তে যাচ্ছিল। হরিয়ানা স্টেশনে আসার পরে একদম থেমে গেছে।
রবিন নামে আরেক যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনকে হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন চলে গেছে। আমাদের তো কাজ আছে জয়পুরহাটে গিয়ে। সেখানে কোচিংয়ে ক্লাস নিতে হবে সকাল ১০ টায়। নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারলে শিক্ষার্থীরা বসে থাকবে। এটা তো তাদের জন্য বিরক্তিকর।
এ বিষয়ে হরিয়ান স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন