নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরের মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪০ দোকান

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান। ছবি : কালবেলা
নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান। ছবি : কালবেলা

পিরোজপুর নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯টা ৫০ এর দিকে চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে বাজারে বরফকল ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে নেছারাবাদ ফায়ার সার্ভিস, কাউখালী এবং বানারীপাড়া ফায়ার স্টেশন কর্মীরা গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে যাই। গিয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা সকাল থেকে উপস্থিত আছি। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের দিকে এনেছে। হয় তো আর অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস কালবেলাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টা করে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছি। আমরা এখনও স্পটে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চায়ের দোকানের থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভবনে কুয়েট ভিসি, বেরিয়ে যেতে আল্টিমেটাম

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৮

রাশিয়াকে সমর্থন দিয়ে জাতিসংঘে বিতর্ক উসকে দিল যুক্তরাষ্ট্র

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

বইমেলায় এসেছে আসিফ মরতবার ‘জাতীয় বীর আবু সাঈদ’

ব্যর্থতার পরও মুশফিক-মাহমুদউল্লাহর পাশে শান্ত

বিএনপির কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

গুজবের বিরুদ্ধে তথ্যযুদ্ধ : বইমেলায় ‘ফ্যাক্ট চেকিংয়ের প্রথম পাঠ’

পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ : ড. ইউনূস

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি বুধবার

১০

বিইউবিটির ষষ্ঠ সমাবর্তন সফলভাবে অনুষ্ঠিত

১১

বিএনপি নেতা নোমানের জানাজা বিকেলে

১২

শেখ হাসিনার নেতৃত্বে পিলখানায় ২ দিন ধরে হত্যাযজ্ঞ চলে : মির্জা ফখরুল

১৩

৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরতের নির্দেশ দিলেন আপিল বিভাগ

১৪

কুড়িগ্রামে প্রথমবারের মতো চাষ হচ্ছে গলদা চিংড়ি

১৫

মাখাভাত ফেলে বিজয় মিছিলে গিয়ে শহীদ হন তাহমিদ

১৬

গাজীপুরে বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা ও প্রদর্শন, ৪৪ বন্যপ্রাণী উদ্ধার

১৭

অভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

সাংবাদিক ও কথাশিল্পী মাইদুর রহমান রুবেলের ৩ বই 

১৯

ভারতে নারীর ব্যাগে মিলল মাথাবিহীন মরদেহ

২০
X