সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে আমীর আলীকে আহ্বায়ক করা হয়েছে। তাই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার থেকে এ কমিটি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।
কমিটি বাতিল করার দাবি জানিয়ে কর্মসূচি ও ঘোষণা করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে নাছির চৌধুরী ও পাবেল চৌধুরী এই দুই বলয়ের নেতাকর্মীরা এক হয়ে বিক্ষোভ সমাবেশ করায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, ঘোষিত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন চৌধুরী মাসুক, আমিরুল ইসলাম, হুমায়ুন কবির তালুকদার পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। নবগঠিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমীর আলীকে আহ্বায়ক করায় সোমবার রাতে বিক্ষোভ সমাবেশ করেছে বিবদমান সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেলের কর্মী সমর্থকরা।
মন্তব্য করুন