বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ এএম
অনলাইন সংস্করণ
নদী রক্ষা সম্মেলনে আলোচকরা 

তরল বর্জ্য-আবর্জনা কেড়ে নিচ্ছে করতোয়ার প্রাণ

বগুড়ায় করতোয়া নদী রক্ষা সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা
বগুড়ায় করতোয়া নদী রক্ষা সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা

বগুড়ায় করতোয়া নদী রক্ষা সম্মেলনে বক্তারা বলেছেন, এক সময়ের বিস্তৃত-স্রোতেস্বিনী করতোয়া এখন অস্তিত্বের প্রবল সংকটে। ‘আশির দশকে স্লুইস গেট নির্মাণের কারণে এ নদী ভরাট, দখল ও দূষণের শিকার হয়েছে। পৌরসভার তরল বর্জ্যগুলো নদীতে পড়ছে। শহরের সব আবর্জনা এখানে এসে পড়ছে। নিকটবর্তী ছোট-বড় সব কলকারখানার বর্জ্যও এখানে পড়ছে। বদলে যাচ্ছে নদীকেন্দ্রিক প্রতিবেশও।’

তারা আরও বলেন, এ নদীতে এখন আর বড় বড় মাছ পাওয়া যায় না। কৃষি সেচে কোনো কাজে আসছে না নদীর পানি। জলজ প্রাণীও এখন আর দেখা যায় না। এ অঞ্চলে মানুষের চর্মরোগ দেখা যাচ্ছে। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় করতোয়া আবারও তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পাবে এমনটাই আশা করছেন তারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের বনানীতে এনজিও ফোরাম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

প্রধান অতিথি বলেন, সুধী সমাজের প্রচেষ্টাদ্বারা করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করা সম্ভব। এ নদী নিয়ে সামাজিক আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছেন। যৌক্তিক আন্দোলনে প্রশাসন পাশে থাকবে। কারণ আমরাও চাই করতোয়া দখল ও দূষণমুক্ত হোক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার পরিচালক আহসান হাবিব, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বগুড়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসান।

আলোচকদের মধ্যে অংশ নেন রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপা বগুড়ার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, জেলা সম্প্রদায়ের প্রতিনিধি নিত্য নন্দন দাস, সাবেক ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খানসহ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, এক সময় বিশাল জলরাশির ঢেউ আছড়ে পড়ত নদীর দুই তীরে। নির্মল স্বচ্ছ পানিতে স্রোতের গতি, কল কল শব্দ মানুষকে কাছে টানত। দুরন্ত কিশোরের দল ঝাঁপিয়ে পড়ত নদীর বুকে। আজ নদীটি কোথাও কোথাও শীর্ণকায় এক খাল। কোনো কোনো জায়গায় সামান্য পানি চোখে পড়লেও তা দূষণে কালো হয়ে গেছে।

এএলআরডি, সুইডেন সেভ্যারেজ, বাপা, পিইউপি, গাবতলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, পিএসইউএস, ওয়াটার রাইটস ফোরাম, পেসড, জাতীয় আদিবাসি পরিষদ, এমএমকেপি, মেরি সমাজ কল্যাণ সংস্থা, স্বপ্ন, চাঁদপুর মানব উন্নয়ন সংস্থা, পরিবেশ প্রতিরক্ষা সংস্থা, রোপ, এমএমইউএস, শিলদহবাড়ি সমাজ উন্নয়ন সংস্থা, এসডাব্লিউওএভি ঐক্যবদ্ধ হয়ে বগুড়ার প্রাণ করতোয়া নদী রক্ষায় দীর্ঘদিন ধরে নিরলস আন্দোলন চালিয়ে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় বেসরকারি সহযোগী সংস্থাসমূহ ইতোমধ্যেই নদী রক্ষায় বিভিন্ন মানববন্ধন, সেমিনার ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে। এছাড়াও একাধিকবার স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেছে এবং আদালতে রিট আবেদন করেছে। তাদের দাবি, অবিলম্বে করতোয়া নদী থেকে সব অবৈধ দখল সরিয়ে নেওয়া হোক। শিল্প বর্জ্য ফেলা বন্ধ করা হোক এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হোক।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার স্যানাল, স্বাগত বক্তব্য দেন ফিল্ড এন্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম মামুন এবং উদ্দেশ্য উপস্থাপন করেন স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান।

ছবি-ক্যাপশনঃ সোমবার এনজিও ফোরাম মিলনায়তনে করতোয়া নদী রক্ষা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘স্বাধীনতা’র ডাক জার্মানির নতুন চ্যান্সেলরের

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

জামায়াতের কর্মসূচি স্থগিত

ঈদে পেতে পারেন টানা ৯ দিনের ছুটি

আ.লীগের অপকর্ম বিশ্বব্যাপী তুলে ধরবে প্রবাসী বিএনপি

মিত্রদের নিয়ে চীন সফরে বিএনপি

সিরিয়ার নতুন সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন

১০

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

১১

ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

১২

রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

১৩

‘মেঘমল্লার’ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন

১৪

ভূমিকম্পে কাঁপল ভারত

১৫

আজকের দিনটি কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৬

২৫ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

আজ যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না 

১৮

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X