বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার। এ কারণে যত দ্রুত সম্ভব এ সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিক। একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যত শিগগির সম্ভব বিদায় নিক। এতে তারা সম্মানসহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।
খন্দকার মোশারফ বলেন, এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। কোনো নির্দলীয় সরকার দীর্ঘ দিনের সরকার হতে পারে না। স্বৈরাচারের পতন ঘটিয়ে ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।
তিনি বলেন, এ দেশের জনগণের সবচেয়ে প্ৰিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর দ্বিতীয় দল ছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের নেত্রী একটি সরকার প্রতিষ্ঠা করেছিল। ফ্যাসিস্ট সরকার। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশে থেকেই পালিয়ে গেছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, একটা গ্রুপ হয়েছে, তারা বলে সংস্কার করবে আগে তারপর নির্বাচন। এটা হয় না। কোনোদিন কোথাও এভাবে অন্তর্বর্তী সরকার দেশের সংস্কার করতে পারে না। আমরাও এ সরকারকে সমর্থন করেছি সংস্কার করার জন্য। কিন্তু ছয় মাস হয়ে গেছে কোনো কিছুই করতে পারেনি। অতএব তাদের আর সময় নেই। আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এ দেশের সংস্কার করবে এবং বাস্তবায়ন করবে।
মন্তব্য করুন