চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) লোগোতে পরিবর্তন আনা হয়েছে। এতদিন সিসিসির লোগোতে পাহাড়, নদী, নদীতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি ছিল। নতুন লোগোটিতে সাম্পান বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। বাকি সব আগের মতোই আছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নতুন লোগোটি সিসিসির ফেসবুক পেজে প্রথম প্রকাশ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সিসিসির এক কর্মকর্তা জানান, নৌকা একটি দলের (আওয়ামী লীগের) নির্বাচনী প্রতীক হওয়ায় সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পরই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সিসিসির আগের লোগোটি পরিবর্তন করা হয়েছে। নতুন লোগো মেয়র অনুমোদন করেছেন।
এ বিষয়ে জানতে মেয়র শাহাদাত হোসেনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মন্তব্য করুন