নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টার মোকাবিলার দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে এ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাগুরার সন্তান রবিউল ইসলাম নয়ন ও জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতারা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান।
প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ তার বক্তব্যে বলেন, বিএনপিসহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য ১৭ বছর লাগাতার আন্দোলন চালিয়ে গেছে। সে আন্দোলনের ফলশ্রুতিতেই আগস্টে সারা দেশের মানুষের চাহিদা অনুযায়ী শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে দীর্ঘদিনেও দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি। অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ করে আরও বলেন, দেশ কীভাবে চলবে তার রূপরেখা তারেক রহমান ৩১ দফায় স্পষ্ট উল্লেখ করেছেন। সংস্কারের নাম নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে দেশকে প্রকৃত বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে সরকারের কাছে দাবি জানান তিনি।
মন্তব্য করুন