বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণআতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে সার্বিকভাবে একটি পটপরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। সমাজে ছিনতাই বেড়ে গেছে। বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত। ছিনতাইকারীকে ছিনতাইকারীরূপে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আহ্বান থাকবে।
নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সরকারের বিপরীত অবস্থান সম্পর্কে তিনি বলেন, আমরা দেখেছি সংসদ সদস্যদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় সরকারে প্রভাব বিস্তার করবে। তাদের আত্মীয়-স্বজনকে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে আধিপত্য রাখতে চায়। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। আমাদের অতীতের যে অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সুখ স্মৃতি নেই।
ছাত্র-জনতার বিভক্তির প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা এসব আমলে নিচ্ছি না। বরং আমরা জাতির সংহতির প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করছি। জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি। আমরা বিশ্বাস করি, পলাতক হাসিনার পুনর্বাসনের দিবাস্বপ্ন যে দেখছে সেটি কখনোই বাস্তবায়িত হবে না।
মন্তব্য করুন