শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের হাতুড়ি পেটা ও হামলার ঘটনায় প্রধান আসামি কারাগারে

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখ। ছবি : কালবেলা
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখ। ছবি : কালবেলা

শরীয়তপুরে সমকালের সাংবাদিকসহ চার সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের এক সংবাদের জেরে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজনসহ আরও তিনজন।

হামলাকারীরা তাদের হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন শরীয়তপুর জেলা সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে নিউজ টুয়েন্টিফোর-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ এবং বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) কয়েকজনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সোমবার দুপুরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি নুরুজ্জামান শেখের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত বাকি পাঁচ আসামিকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘হাতুড়ির আঘাতে আমার দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শ্রবণে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি পাঁচজনকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পদ্মায় নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

‘ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত’

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে শূন্যতে

জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা 

ভারতে জুমার নামাজের বিরতি তুলে দেওয়ায় জামায়াতের নিন্দা

‘দুঃসময়ে আশার আলো দেখিয়েছে সেনাবাহিনী’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু স্কোর

নতুন রাজনৈতিক দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১০

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

১১

বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু নয় : গোলাম পরওয়ার

১২

কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে বিস্তারিত জানাল আইএসপিআর

১৩

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’

১৪

আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি

১৫

রামেকে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তি চরমে

১৬

দাবি পূরণের আশ্বাস, জবি শিক্ষার্থীর ‘অবস্থান কর্মসূচি’ প্রত্যাহার

১৭

কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

টানা দেড় মাস ছুটি পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা    

১৯

সাড়ে ৬ ঘণ্টা পর গাজীপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার

২০
X