কুষ্টিয়ায় কালবেলার সাংবাদিক মো. আসিফ মর্তবার বাড়ির ফলবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এসব গাছ কেটেছে তা জানা যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আসিফ মর্তবা পশ্চিম আব্দালপুর পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছেন। তার পিতা মরহুম আলহাজ আ.ন.ম. জহুরুল ইসলাম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ভুক্তভোগী পরিবার জানান, রাতের আঁধারে কে বা কারা তাদের ফলের বাগান থেকে ৯টি মালটা গাছ, ৫টি আম গাছ ও ২টি পেঁপে গাছ কেটেছে। মাল্টা গাছে শুধু ফুল ধরেছিল। কিছুদিন পর ফল হতো। গাছের সঙ্গে মানুষের কী শত্রুতা।
কারওর প্রতি সন্দেহ আছে কিনা জানতে চাইলে আসিফ বলেন, কারও সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তবে প্রতিহিংসা বশবর্তী হয়ে কেউ এমন কাজ করতে পারে। আমার মরহুম আব্বুর হাতে লাগানো গাছগুলোও কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, আমরা চাই প্রশাসন অনুসন্ধান করে প্রকৃত অপরাধীকে দ্রত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করুক।
এলাকায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কালবেলার এ সাংবাদিক হতাশা প্রকাশ করে বলেন, একজন সাংবাদিকের বাড়ির গাছপালার প্রাণও যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ তাদের সম্পদ নিয়ে কীভাবে নিরাপদে থাকবে।
এ বিষয়ে পশ্চিম আব্দালপুর পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম কালবেলা সাংবাদিককে বলেন, লোকমুখে আমি গাছ কাটার কথা শুনেছি তবে কোন জায়গায় সঠিক জানি না। যেহেতু এখন মৌখিক অভিযোগ পেলাম, আমি গিয়ে দেখছি।
মন্তব্য করুন