ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ছাত্রদলের কমিটি থেকে চারজনের পদত্যাগ

পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঝালকাঠির জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলেকে কমিটিতে রাখার অভিযোগ তুলে পদত্যাগ করেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের সামনে সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা অভিযোগ করে বলেন, অছাত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

বিক্ষোভ কর্মসূচির সময় পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন ও ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন কমিটি না দিলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বলেন, আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আমি ৫নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। কমিটি ঘোষণার পর আমাকে এবং আমার পরিবারকে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ বলেন, আমি বিগত কমিটির সদস্য ছিলাম। আন্দোলনে হামলার শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত হয়েছি। তবুও ছাত্রদল ছাড়িনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সুন্দর একটি কমিটি গঠন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন, জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন। প্রকৃত ত্যাগী ও দলপ্রেমীরা কমিটিতে স্থান পেয়েছেন। আমরা শুনেছি, কিছু নেতাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমরা পদত্যাগপত্র পাইনি। কী কারণে পদত্যাগ করেছে সেটাও আমাদের জানা নেই।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি ও মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

‘ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত’

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে শূন্যতে

জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা 

ভারতে জুমার নামাজের বিরতি তুলে দেওয়ায় জামায়াতের নিন্দা

‘দুঃসময়ে আশার আলো দেখিয়েছে সেনাবাহিনী’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু স্কোর

নতুন রাজনৈতিক দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু নয় : গোলাম পরওয়ার

১০

কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে বিস্তারিত জানাল আইএসপিআর

১১

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’

১২

আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি

১৩

রামেকে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তি চরমে

১৪

দাবি পূরণের আশ্বাস, জবি শিক্ষার্থীর ‘অবস্থান কর্মসূচি’ প্রত্যাহার

১৫

কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

টানা দেড় মাস ছুটি পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা    

১৭

সাড়ে ৬ ঘণ্টা পর গাজীপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার

১৮

‘পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে’

১৯

হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানো, ৪ জনের মৃত্যুদণ্ড

২০
X