ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) 'দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ' শীর্ষক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাহারুল আলম বলেন, রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা এই বিষয়টি নোটিশে নিয়েছি। আমরা বিষয়টি বুঝতে পেরে আজ থেকেই পুলিশের তিনটি বিশেষায়িত মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম ইউনিট যৌথভাবে মাঠে কাজ করবে। আমরা দেখি, এভাবে উন্নতি হয় কিনা। না হলে আমাদের অন্য স্ট্রাটেজিতে যেতে হবে।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে, সমাজবিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পনেন্ট থাকে। আসলে পুলিশে এত বড় কম্পনেন্ট নাই।
আইজিপি বলেন, ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় সন্ত্রাসকারী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্য করুন