নড়াইলের লোহাগড়ায় একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মো. বাবুল শেখ ও মো. বিপুল শেখ নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাবুল শেখ (৪২) ও মো. বিপুল শেখ (৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার রাতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ভাই। পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে। এ সময় তাদের তল্লাশি করে আমেরিকা তৈরি একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি মো. আশিকুর রহমান বলেন, দুজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। দুই ভাই বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, বাবুল শেখের নামে থানায় এর আগে মাদকসহ ১৭টি মামলা রয়েছে এবং বিপুল শেখের নামে থানায় দুটি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন