রংপুরের তারাগঞ্জে ইদ্রিস উদ্দিন নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
ইদ্রিস উদ্দিন উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রসস্ত্রসহ বাঁধা ও হামলার ঘটনায় ইদ্রিস উদ্দিনের নামে রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা আছে। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ডিবি পুলিশের একটি টিম ইকরচালী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের বাঁধার মুখে পরলে ডিবি পুলিশ তাদের অফিসে যেতে বলেন।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে রোববার দুপুরে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার নামে মামলা আছে। মামলা নম্বরের ব্যাপারে ডিবি পুলিশ বলতে পারবে।
মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই টাউন হলের সামনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়। এ ঘটনায় রংপুর নগরীর বাবুখা এলাকার আবু সাঈদ মিয়া (৪০) বাদী হয়ে ৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আসামি করে রংপুর মহানগর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার মামলা করেন।
মন্তব্য করুন