গাজীপুরের টঙ্গীতে ইজিবাইকের ধাক্কায় সাদিয়া (২২) নামে এক নারী পোশকশ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় আটার কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া এনকে নেটওয়ার্ক ফ্যাশন কারখানার হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার গরদাইর গ্রামে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত ৯টায় দিকে কারখানা ছুটি হওয়ার পর সাদিয়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা একটি অটোরিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও তার স্বামী আখের হোসেন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখের হোসেন বলেন, প্রতিদিনের মতো সাদিয়া কারখানার কাজ শেষে বাসায় ফিরছিল। আমি বাসায় অপেক্ষা করছিলাম। হঠাৎ খবর পাই, সে দুর্ঘটনার শিকার হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি, সে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায়, সে আর বেঁচে নেই। আমার স্ত্রীকে যারা এভাবে মেরে ফেলল, আমি তাদের বিচার চাই। পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়, সেই অনুরোধ করছি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন