চট্টগ্রাম নগরীর মোমিন রোড এলাকায় দোকানে যথাযথভাবে তেলের বোতল প্রদর্শন না করে গোপন গুদামে প্রচুর তেলের সংরক্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পরে এমন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা অধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় নগরীর মোমিন রোডের মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত এবং বেশি দামে বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে নগরীর রহমতগঞ্জের আব্দুস সাত্তার সড়কের স্বপন স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে বাসায় তেল মজুত এবং এমআরপি মুছে বেশি দামে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মোমিন রোডের মেসার্স ঝাল বিতানে খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ ব্যবহার করায় ৩ হাজার টাকা এবং হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্র জানায়, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে মূল্য তালিকা মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি করার অপরাধে ‘স্বপন এন্টারপ্রাইজ’-কে জরিমানা করা হয়েছে। এ সময় এ দোকানে কোনো সয়াবিন তেলের বোতল দেখা না গেলেও পাশেই দোকান মালিকের বাসায় প্রচুর তেলের বোতল পাওয়া যায়।
জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। আমরা তাদের সতর্ক করেছি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন