বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, শেখ হাসিনা আমাকে ফাঁসির রায় দিয়েছিল। আমি তো কল্পনা করিনি আজ আপনাদের কাছে আসব। কোনো দিনও কল্পনা করিনি টাঙ্গাইলের মানুষের সঙ্গে আবার দেখা হবে। এ ছাড়া কল্পনা করিনি আমার পরিবারের কাছে আবার ফিরতে পারব। সে কারণে আমি বলতে চাই, আমার ফাঁসি হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে বলেন পিন্টু। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার আমাকে কারাগারে নিক্ষেপ করে ফাঁসির আদেশ দিয়েছিল। আর নির্যাতনের কথা বললে সবাই শিউরে উঠবেন। আমাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের কথা বলতে চাই না। তবু একদিনের কথা তুলে ধরতে চাই।
তিনি আরও বলেন, সেদিন সারা রাত নির্যাতন করে আমাকে পরদিন কোর্টে অর্ধমৃত অবস্থায় তোলা হয়। ওই অবস্থায় কোর্টের বারান্দায় পড়েছিলাম। সেই দিনও রিমান্ড চেয়েছিল। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে রিমান্ড না দিয়ে জেলখানায় পাঠান। আর জেলখানায় আমার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সেই চিকিৎসা চলে সাড়ে পাঁচ মাস। তাহলে অনুভব করুন, কেমন নির্যাতন হয়েছিল আমার ওপর।
মন্তব্য করুন