রাজশাহী ব্যুরো ও পুঠিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ২

বিএনপি একাংশের অবরোধ করা রাজশাহী-নাটোর মহাসড়ক। ছবি : কালবেলা
বিএনপি একাংশের অবরোধ করা রাজশাহী-নাটোর মহাসড়ক। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের দুজন আহতও হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিড়ালদহ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতরা হলেন- পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম (৪৪) ও স্থানীয় যুবদলকর্মী মিঠুন আবু দাউদ (৩২)। ইউপি সদস্য রফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির সদস্য।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল। তার কাছে টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের সমর্থক, যুবদলকর্মী মিঠুনসহ তার সহযোগীরা। এর জেরে রোববার দুপুর ১২টার দিকে রফিকুলকে মহাসড়কের ওপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থক মিঠুনসহ কয়েকজন। এ সময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। দুপাশে দুই কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল শুরু হয়।

বানেশ্বর ইউপির চেয়ারম্যান রাজ্জাক হোসেন দুলাল জানান, দুপুরে বিড়ালদহ মাজারের সামনে ইউপি সদস্য রফিকুল ইসলামকে পেয়ে যুবদলকর্মী মিঠুন ও সীমান্তসহ ৫-৭ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তখন রফিকুল ইসলামের পক্ষের লোকজন তা প্রতিরোধ করেন। ধারালো অস্ত্রের কোপে রফিকুল ইসলাম মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, মিঠুন কিছুদিন ধরেই ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে কিছু টিসিবির কার্ড দাবি করে আসছিলেন। তবে ইউপি সদস্য রফিকুল তা দিতে পারেননি। এর জেরে তার ওপর হামলা হয়। তখন রফিকুল ইসলামের পক্ষের বিএনপির নেতাকর্মীরা মিঠুনকেও পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মিঠুনের সঙ্গে কথা বলা যায়নি।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন কালবেলাকে বলেন, সংঘর্ষে দুপক্ষের দুজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি পক্ষ মিনিট দশেকের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকার পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’দিন ধরে নিখোঁজ কালবেলার সাংবাদিকের বাবা

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

এসিসিএ বাংলাদেশ আয়োজন করল লিডারশিপ সিম্পোজিয়াম

গুদামে ভোজ্যতেল মজুত, ভোক্তার অভিযান

শেরপুরে ধর্ষণের বিচার চেয়ে থানা ঘেরাও

সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা

প্রফেসর ইউনূস ৭ মাসেও সংস্কার করতে পারেননি : শামা ওবায়েদ

টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন কোহলি

রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা বাংলাদেশেই ঘটেছে : গভর্নর

১০

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৩১

১১

আইডিএবির প্রথম নির্বাহী কমিটির অভিষেক ও শপথ

১২

‘কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি বাদ পড়েছেন’

১৩

পদত্যাগ করেছেন কিনা জানালেন নাহিদ

১৪

অস্ট্রেলিয়ায় ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে বিএনপির বিশেষ দোয়া

১৫

বইমেলায় প্রকাশিত হয়েছে সাজেদুল ইসলামের উপন্যাস ‘জলকপোত’

১৬

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যড়যন্ত্র হচ্ছে : আমিনুল হক

১৭

ফ্যাসিস্ট সরকার আমাকে ফাঁসির রায় দিয়েছিল : পিন্টু

১৮

সেনাদের এক বছর শরণার্থী শিবিরে থাকার নির্দেশ ইসরায়েলের

১৯

অবশেষে সোনার দাম কমল 

২০
X