ব্যবসায়িক পার্টনারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই শহীদ সরফরাজ হোসেন মৃদুলকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচএম কবির হোসেন এ রায় দেন।
রায়ের আদেশে বলা হয়েছে, জরিমানার অর্থ বিধি মোতাবেক আদায়ের পর ফরিয়াদী চেকে বর্ণিত এক কোটি ৮০ লাখ টাকা পাবেন এবং অবশিষ্ট এক কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হবে। একইসঙ্গে আদালতে উপস্থিত আসামি মৃদুলকে সাজা পরোয়ানা মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলায় বাদী পক্ষের হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান ও খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল। আর বিবাদী পক্ষে ছিলেন খন্দকার এমএ মতিন।
মামলার রায়ে ভুক্তভোগী দেবাশীষ সন্তোষ প্রকাশ করে আদালত এবং রায় প্রদানকারী বিচারক এইচএম কবির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেবাশীষ সন্তোষ বলেন, ‘চেক ডিজেনারের এ মামলাটি করায় প্রশাসনিকভাবে আমাকে অনেক হয়রানি করা হয়েছিল। মামলা প্রত্যাহারের জন্য আমাকে ক্রসফায়ারে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। অবশেষে আজ আমি ন্যায়বিচার পেলাম।’
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেবাশীষ কুমার বাগচী সংবাদ সম্মেলনে পাওনা টাকা ও ন্যায়বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি দেন। এতে বিষয়টি সবার নজরে আসে। এ ছাড়া দৈনিক কালবেলাতেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
মন্তব্য করুন