শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীরা।
শিল্প পুলিশ ও আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট কারখানায় ৭৬ জন শ্রমিককে ছাঁটায়ের তালিকা দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। একপর্যায়ে সকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে ১০টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। শিল্প পুলিশের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষকে অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করতে হবে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। মালিকপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন