বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেছেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারাই এখন নির্বাচন করে সরকার গঠন করতে চায়। বিগত সরকার ১৫ বছর লুটপাট করেছে এখন তারাও লুটপাট করতে চায়।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের দগরীসার গ্রামে আব্দুল কাদির (রহ.) এর ৫৭ তম স্মরণোৎসব উপলক্ষে খানকায়ে আজিজিয়া দরবার শরীফে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন ও বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য। কিন্তু তরুণদেরকে এ কাজটি করতে দেওয়া হয় নাই। তরুণদেরকে ৫ আগস্ট সম্পর্কে একটি ইশতেহার ঘোষণা দিতে দেওয়া হয় নাই। এ অবস্থায় তারা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, যদি নির্বাচনে যেতেই হয় তাহলে ছাত্ররা দাবি করেছে, আগে গণপরিষদ নির্বাচন করতে দিতে হবে। কারণ বাংলাদেশের তৃণমূল মানুষের সকল দাবির পরিপ্রেক্ষিতে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। যারা তরুণদেরকে কাজ করতে দিচ্ছে না তাদের প্রতি সতর্ক থাকতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তারা এবং পরাজিত শক্তি বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
মন্তব্য করুন