কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র হাতে প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া যুবদল নেতার, ভিডিও ভাইরাল

মাইক হাতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। ভিডিও থেকে নেওয়া ছবি
মাইক হাতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। ভিডিও থেকে নেওয়া ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু বলেছেন, আজ থেকে এই বাজারে টাকা তুলবো আমি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে এ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। তাদের কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড। রামদা হাতে মিছিল ও চাঁদা তোলার হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম পিন্টু তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম নূরের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ধারালো হাঁসুয়া, রামদা, ও লোহার রড উঁচিয়ে মহড়া দেন। অনেকের মুখে ও মাথায় লাল গামছা প্যাঁচানো ছিল। তারা এমসি বাজার ঘুরে মিছিল করেছেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে সমাবেশ করেছেন তারা। সমাবেশে হ্যান্ডমাইকে বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীর আলম।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে আপনাদের ঘোষণা দিয়েছিলাম, সবার সহযোগিতায় এমসি বাজার সুন্দরভাবে পরিচালনা করবো। কিন্তু বিএনপির দালাল চক্রের কারণে আমি এটি করতে পারিনি। আমার সব লোকজন নিয়ে আজ বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে। আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারের সব টাকা তুলবো আমি। কে বাজার ডাকছে, কে ডাকে নাই; সেটা আমার জানার দরকার নাই। আমার নেতৃত্বে বাজার চলবে। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন এই বাজার আমার নেতৃত্বে চলবে। দোকানদার ভাইয়েরা আজকে থেকে টাকা দেওয়া শুরু করবেন। এখন থেকে আমার লোকজন টাকা তোলা শুরু করবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিহত করবো এবং তাকে অনেক খেসারত দিতে হবে। সবাইকে পরিষ্কারভাবে বলছি, কেউ বাধা দিতে আসবেন না। আমাদের কাজ আমাদের করতে দিন।

জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে মাওনা ইউনিয়নের এমসি বাজারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামদা হাতে মিছিল নিয়ে এমসি বাজারের পূর্ব দিকে হয়ে সাতকাফ মাঠ হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় ইউনিয়ন গার্মেন্টসের সামনে দিয়ে চলে যান জাহাঙ্গীর ও তার অনুসারীরা। এ ঘটনায় এলাকাবাসী, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে রামদা হাতে মিছিল ও চাঁদা আদায়ের ঘোষণার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের কোনও ধরনের অপকর্মের দায় নেবে না দল। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল কালবেলাকে বলেন, বাজারের লোকজন বলেছেন, এক ছেলের নেতৃত্বে ১৫-২০ জন বাজারে মহড়া দিয়েছে। পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী  

কুড়িগ্রাম জেলা তাঁতী দলের কমিটি বিলুপ্ত

৫টি পুরস্কার জিতলেন চাঁদপুরের অমরেশ দত্ত জয়

আন্দোলনকালে ধর্ষণের শিকার তরুণীকে নিয়ে নারী সমন্বয়কের স্ট্যাটাস

প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া করা যুবদল নেতা বহিষ্কার

কুয়েটের ঘটনায় বিএনপি-যুবদলের ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস

ইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের হার

নিঝুমদ্বীপে পর্যটকদের উপচে পড়া ভিড়

আউটসোর্সিং কর্মীদের আলটিমেটাম

১০

তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব

১১

অস্ত্র হাতে প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া যুবদল নেতার, ভিডিও ভাইরাল

১২

বিয়েবাড়িতে গান বাজানোর জেরে বাসরঘর ভাঙচুর

১৩

আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে : চরমোনাই পীর

১৪

আগে স্থানীয়, সংস্কার শেষে জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

১৫

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার

১৬

অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার ৬

১৭

ইসরায়েলি কারাগারে ৪৫ বছর, কে এই নায়েল বারঘুতি

১৮

সিএ কর্মকর্তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো, মূল হোতাসহ গ্রেপ্তার ২

১৯

মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা

২০
X