সিরাজগঞ্জের একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) শহরের বাজার স্টেশন এলাকার আরমান গেস্ট হাউস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আরমান গেস্ট হাউস আবাসিক হোটেলে কিছু লোকজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তিন পুরুষ ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আসামিরা আরমান গেস্ট হাউস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ করার জন্য অবস্থান করছে বলে স্বীকার করে।
মন্তব্য করুন