রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩২
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার ‘মামলাবাণিজ্য’, অডিও ভাইরাল

স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগ। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগ। ছবি : সংগৃহীত

টাকা দিলেই মামলা থেকে আসামির নাম বাদ দিয়ে দেবেন স্বেচ্ছাসেবক দল নেতা। এ সংক্রান্ত একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। তবে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতা।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম ইসমাইল হোসেন সোহাগ। তিনি বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

কল রেকর্ডের অপরপ্রান্তে থাকা ব্যক্তির নাম রাফান জোমাদ্দার আকাশ। আকাশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগের সঙ্গে কথপোকথনের ভাইরাল হওয়া কল রেকর্ড তাদের বলে স্বীকার করেছেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকাশ ও স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগের ২ মিনিট ৪০ সেকেন্ডের ওই রেকর্ডে নির্দিষ্ট টাকার অঙ্ক নিয়ে কথা বলতে শোনা গেছে, তবে সেই টাকার অঙ্ক বলতে শোনা যায়নি। তবে টাকা দিলে নিষিদ্ধ সংগঠনের ওই নেতাকে জামিন ও মামলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসমাইল হোসেন সোহাগকে।

এ ছাড়াও ওই কল রেকর্ডে ১০ হাজার টাকা পাঠানোর কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের একটি নম্বর চাইলে সোহাগকে একটি নম্বর দিতে শোনা গেছে।

এ বিষয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশ মুঠোফোনে কালবেলাকে বলেন, ৫ আগস্টের পর বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ বাদী হয়ে একটি মামলা করেন। সোহাগ বিভিন্ন সময়ে আমার নম্বরে ফোন দিয়ে আমার নাম বাদ দিতে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। যদিও পরে টাকার অঙ্ক কমিয়েছেন। তাছাড়া আমি এই ভাঙচুরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

তবে ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করে সোহাগ কালবেলাকে বলেন, আমি ওই ছেলেকে চিনি না। তার সঙ্গে গত ৮ মাসেও কথা হয়নি। ওই অডিও রেকর্ড আমার না। আমি ওই ছেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরিসহ আদালতে মামলা করব।

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল কালবেলাকে বলেন, আডিও রেকর্ডটি আমিও শুনেছি। কেন্দ্রীয় প্রোগ্রামের জন্য ঢাকায় আছি। বরগুনায় এসে আডিও রেকর্ডটি যাচাই-বাছাই করে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ ব্যক্তি স্বার্থে দলের নাম ব্যবহার করে দলের বদনাম করে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বামনা থানা সূত্রে জানা গেছে, কলেজ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উল্লেখ করে গত বছরের ৭ অক্টোবর বরগুনা দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ মামলাটি করেন। মামলায় বামনা উপজেলা আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২০ কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটের ঘটনায় বিএনপি-যুবদলের ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস

ইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের হার

নিঝুমদ্বীপে পর্যটকদের উপচে পড়া ভিড়

আউটসোর্সিং কর্মীদের আলটিমেটাম

তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব

অস্ত্র হাতে প্রকাশ্যে চাঁদা দাবির মহড়া যুবদল নেতার, ভিডিও ভাইরাল

বিয়েবাড়িতে গান বাজানোর জেরে বাসরঘর ভাঙচুর

আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে : চরমোনাই পীর

আগে স্থানীয়, সংস্কার শেষে জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

১০

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার

১১

অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার ৬

১২

ইসরায়েলি কারাগারে ৪৫ বছর, কে এই নায়েল বারঘুতি

১৩

সিএ কর্মকর্তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো, মূল হোতাসহ গ্রেপ্তার ২

১৪

মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা

১৫

পাঠ্যপুস্তকে আল মাহমুদের লেখা পুনর্বহালের দাবি

১৬

জামায়াত নেত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

১৭

যুদ্ধবিরতির পর মুক্তি পাচ্ছেন সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি বন্দি

১৮

যশোর বিএনপির সভাপতি সাবু, সম্পাদক খোকন

১৯

জমি দখল নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত

২০
X