কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় পেকুয়ার সীমান্তবর্তী চকরিয়ার কোণাখালী ইউনিয়নের বাগগুজারা ব্রিজ সংলগ্ন মরংঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজার পাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২)।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাগগুজারা ব্রিজের পাশে পান বহনকারী পিকআপভ্যান একটি মালবাহী ট্রলিতে ধাক্কা দেয়। এতে মালবাহী ট্রলিতে থাকা দুজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রলিতে ধাক্কা দেয় পিকআপভ্যান। এতে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ নিয়ে গেছে তাদের পরিবারের সদস্যরা। পালানোর সময় গাড়ি জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ।
মন্তব্য করুন