গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ইমদাদুল হক (দুলু) এবং পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মিঠু মোল্লা। ইমদাদুল হক গওহরডাঙ্গা গ্রামের রায়হান উদ্দিন খানের ছেলে এবং মিঠু মোল্লা একই গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম কালবেলাকে বলেন, গ্রেপ্তার দুজনই টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার আসামি। পুলিশের একটি বিশেষ দল তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন