জামালপুরে সরিষাবাড়ীতে শিক্ষা সফরে যাওয়ার পথে গাছের ডালে আঘাত লেগে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছাতারিয়া ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশে বিনিময় ট্রাভেলসের দুটি বাসে প্রতিষ্ঠানের ১৩০ শিক্ষক-শিক্ষার্থী রওনা দেয়। বাস দুটি যখন বাঘমারা সোনাকান্দার মোড় অতিক্রম করছিল তখন রাশেদুল বাসের জানালা দিয়ে মাথা বের করে। এ সময় রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সঙ্গে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে বাস থামিয়ে শিক্ষকরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত শিক্ষার্থী সাতপোয়া ইউনিয়নের আদ্রা মধ্যপাড়া গ্রামের ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিদ্যালয় থেকে ১৩০ শিক্ষক-শিক্ষার্থী গাজীপুর সাফারি পার্কের উদ্দেশে দুটি বাসে শিক্ষা সফরে যাচ্ছিলাম। বাসটি যখন বাঘমারা সোনাকান্দার মোড় অতিক্রম করছিল, তখন একজন শিক্ষার্থী বাসের জানালা দিয়ে মাথা বের করে পেছনের দিকে দেখছিল। হঠাৎ রাস্তার পাশে গাছের ডালের সঙ্গে আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় আমরা নিহতের বাড়িতে গিয়েছিলাম। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাসটি আটক করে থানায় রাখা আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন