বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশের সংকটে জিয়া পরিবার পাশে ছিল। মুক্তিযুদ্ধে কালুরঘাট থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণায় সসস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এরশাদ ক্ষমতা দখল করলে বেগম খালেদা জিয়া আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন।
আমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোটে যখন দেশ শাসন করছিল তখন তারেক রহমানের নেতৃত্বে আন্দলন শুরু হলো। দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন চলল। এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। মামলা খেয়েছেন, ঘরে থাকতে পারেননি। এ সব আন্দোলনের সমাপ্তি ছাত্র আন্দোলনের মাধ্যমে। আমরা নতুন বাংলাদেশ পেলাম।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে খুব দ্রুত নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে সবাই তাকে ভোট দেবেন। আপনারা ওয়াদা করেন, দল যাকে মনোনয়ন দেবে তাকেই ভোট দেবেন।
মন্তব্য করুন