মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী দুর্গাপুর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রভাতফেরির আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা হলরুমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা ও বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, বীর-মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, আনসার ভিডিপি অফিসার সেলিনা, ফ্যায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সাইদুর রহমানসহ সব দপ্তরের কর্মচারী ও দুর্গাপুর উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন