টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে শিবির নেতার ওপর হামলা, গ্রেপ্তার ১

শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইনসেটে আহত শিবির নেতা। পুরোনো ছবি
শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইনসেটে আহত শিবির নেতা। পুরোনো ছবি

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ও শিবির নেতা ফজলে রাব্বিকে মারধরের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় জুনায়েদ আহম্মেদ মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুরের মাওলানা হযরত আলীর ছেলে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব থানা সূত্রে এ তথ্য জানা যায়।

মামলা সূত্রে জানা যায়, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ফজলে রাব্বি (১৮)। তিনি টঙ্গী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি। বৃহস্পতিবার কুয়েটের ঘটনা নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টকে কেন্দ্র করে জুনায়েদ আহম্মেদ মামুন (১৮) রাব্বীকে ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় আহত রাব্বী বাদী হয়ে আটজনকে শনাক্ত ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অপর আসামিরা হলেন- সামি শিকদার (১৮), সাজ্জাদ (১৮), নাহিয়ান (১৮), রাশেদ আহম্মেদ (২০), নাবিউল (১৮) ও মাহফুজ (১৮)।

আহত ফজলে রাব্বি জানান, তার সহপাঠী ছাত্রদল কর্মী জুনায়েদ আহম্মেদ মামুন ওরফে ভূইয়া মামুন বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ফোনে ও ম্যাসেঞ্জারে তাকে মাদ্রাসার দক্ষিণ পাশের সিএনজি পাম্পে যেতে বলে। সে যেতে রাজি না হলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এতে পরবর্তী সময়ে ঝামেলা হতে পারে এই ভয়ে অবশেষে সে সেখানে যেতে বাধ্য হয়। পাম্পে যাওয়ার পর সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ছাত্রদলের কয়েকজন কর্মী তাকে টানাহেঁচড়া করে মহাসড়কের পূর্ব পাশে বাঁশপট্টিতে নিয়ে যায়। সেখানে বাঁশের একটি ঘরে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করে এবং হাতে সিগারেট ধরিয়ে দিয়ে শিবির করে না মর্মে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। এরপর তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রদল কর্মীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ছাত্রদল কর্মী মামুনকে ধরে পুলিশে সোপর্দ করে এবং আহত ফজলে রাব্বিকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মিল্লাত মাদ্রাসার সাবেক শিবির নেতারা থানায় যান। রাত সাড়ে ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচএম আবু জাফর, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মিরণের নেতৃত্বে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় যান। এ ঘটনায় তামীরুল মিল্লাতের ছাত্ররা মহাসড়কে বিক্ষোভ করে।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, যারা এ ঘটনায় জড়িত তারা ছাত্রদলের কেউ না। এ ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়ানো হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, কুয়েটের ঘটনার প্রতিবাদে ফজলে রাব্বি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তার কয়েক সহপাঠী তাকে ডেকে নিয়ে হামলা চালায়। স্থানীয়রা একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানায় হওয়ায় পরে ভিকটিমসহ আসামিকে আমাদের গাড়িতে করে পূর্ব থানায় পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ১

জামালপুরে ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বর্ষবরণ উদ্‌যাপন করলেন বাংলাদেশিরা

তিন মন্ত্রণালয়কে উপদেষ্টার জরুরি নির্দেশনা

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘুণপোকা ধরা রাজনীতির চেয়ার সংস্কার প্রয়োজন : ব্যারিস্টার ফুয়াদ

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

তীব্র গরম থেকে কবে মিলবে মুক্তি, জানাল আবহাওয়া অফিস

কানাডায় উৎসব চলাকালীন গাড়িচাপায় বহু হতাহত

১০

স্কুল ভবনের ছাদে বোমাসদৃশ বস্তু, কারণ খুঁজছে পুলিশ

১১

বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি

১২

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৩

বিশ্বে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে বাংলা নববর্ষ 

১৪

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার

১৫

নৌকার প্রতিকৃতি ভাঙলেন গোপালগঞ্জের আ.লীগ নেতা

১৬

বড় শাস্তির মুখে রিয়াল ডিফেন্ডার রুডিগার

১৭

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৯

১৮

ঝড়ে লন্ডভন্ড রংপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯ ইউনিয়ন

১৯

পরীক্ষায় খাতা দেখতে না দেওয়ায় মারধর, শিক্ষার্থীর মৃত্যু

২০
X