ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডে দেয়াল ধসে লক্ষ্মী রানী বসাক (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পরিত্যক্ত দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপু ও দীপু বসাক তাদের সাত শতক জায়গায় বহুতল ভবন নির্মাণ করার জন্য সম্প্রতি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করে। সেখানে ১১তলা পুষ্পাঞ্জলি টাওয়ার নির্মাণের জন্য বালু-পাথর সংরক্ষণ করা হচ্ছিল। সে জায়গার পাশ দিয়ে দীর্ঘ দিনের পুরোনো একটি পরিত্যক্ত দেয়াল ছিল।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দেয়ালটি ধসে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জমির মালিক অপু বসাক বলেন, আমরা তিন ভাই ডেভেলপারের সঙ্গে চুক্তি করে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিই। হঠাৎ পরিত্যক্ত দেয়াল ধসে আমাদের চাচি মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। বিষয়টি শুনে হাসপাতালে গিয়েছি। তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, দেয়াল ধসে বৃদ্ধা মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন