ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী আব্দুল কাইয়ূমের স্মরণে বইমেলার আয়োজন করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নতুন সূর্যোদয়’ নামের একটি সংগঠন এ মেলার আয়োজন করে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শেষ হবে তিন দিনব্যাপী এ মেলা। এর আগে গত বুধবার এ মেলা শুরু হয়।
মেলা ঘুরে দেখা যায়, মেলার নয়টি স্টলে ৭টি প্রকাশনী অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলাতে ঘুরে ঘুরে বই কিনছেন। মেলায় বই কিনতে আসা কুবি অধ্যাপক মাকসুদুল করিম বলেন, বইমেলা একটা পজেটিভ বিষয়। এ সময়ের জেনারেশন মোবাইলসহ অন্য ডিভাইসে বিনোদন খোঁজে। অনেকটা বইবিমুখ বলা চলে। এ ধরনের মেলা আয়োজনের ফলে বই পাঠে নতুন জেনারেশনকে আগ্রহ জোগাবে। আমি মনে করি, ১৯টা বিভাগের শিক্ষকদের উচিত এ মেলায় এসে অংশগ্রহণ করা এবং আয়োজকদের অনুপ্রেরণা জোগানো।
মেলা আয়োজক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ১৬ আবর্তনের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, ক্যাম্পাসে যেহেতু বইমেলা হয়নি, তাই আমরা চিন্তা করলাম ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বই মেলার আয়োজন করব। সীমিত পরিসরে স্বল্প সময়ে এ বইমেলার আয়োজন করা হয়। এই মেলার নাম দিয়েছি আন্দোলনে কুবির শহীদ আব্দুল কাইয়ূমের নামকরণে। ২১ ফেব্রুয়ারিতে তার ফ্যামিলিকে আনার ব্যবস্থা করছি আমরা।
মন্তব্য করুন