মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনীর দাগনভূঞা উপজেলায় ভাষাশহীদ আবদুস সালাম নগরে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠে ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনার।
এ সময় দর্শনার্থীরা ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সালামের পৈতৃক বসতঘর ঘুরে দেখেন।
এদিকে ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে দাগনভূঞা উপজেলা প্রশাসন । ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মো. বাতেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, বিএনপি নেতা কাজী সাইফুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ। শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিন সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভাষা শহীদ সালাম পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ, পিএফজি দাগনভূঞা, দাগনভূঞা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, নব জীবন রক্তদান ফোরাম ফেনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
ভাষাশহীদ সালামের ভাতিজা নুরে আলম বলেন, সালাম নগরে একটি শিশু পার্ক স্থাপন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সালামের নামে তোরণ নির্মাণ, দাগনভূঞা জিরো পয়েন্টকে ভাষাশহীদ সালামের নামে নামকরণের দাবি জানাই। শুধু আশ্বাস নয়, দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।
মন্তব্য করুন