বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে জাহেদুল ইসলাম রাব্বি (১৭) নামে এক কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বর্ডার গার্ড (বিজিবি)। এসময় তার কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র ও অ্যামোনিশন (৩ রাউন্ড গুলি) জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম নারিচবুনিয়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জাহেদুল ইসলাম রাব্বি বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে।
জানা যায়, আটককৃত জাহেদুল ইসলাম রাব্বি দীর্ঘদিন ধরে নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলে স্বীকারোক্তি দেয়।
স্থানীয় সূত্র জানায়, ডাকাত দলের প্রধান আবছার প্রকাশ লেংড়া আবছার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনা পাড়ার নুর হোসেন প্রকাশ বার্মার নাগরিক নুর হোসনের ছেলে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া নামক স্থান থেকে জাহেদুল ইসলাম রাব্বি নামে এক কিশোরকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন