মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশজুড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এ দিন যথাযথ নিয়মে জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। তবে পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরেজমিনে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে দেখা যায়, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী, জাতীয় দিবসগুলোতে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এই বিধান মানেনি, যা প্রশাসনিক অবহেলার ইঙ্গিত দেয়।
এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত উল্লাহকে ফোন দিলে তিনি বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি এবং চরমোনাইয়ের মাহফিলে অবস্থান করছি। বিষয়টি আমার জানা ছিল না। তবে আমি এখনই খোঁজ নিচ্ছি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো বলেন, জাতীয় দিবসে এমন উদাসীনতা ক্ষমার অযোগ্য। এটি শুধু একটি অবহেলা নয়, এটি জাতীয় দিবসের প্রতি অসম্মান। ইউনিয়ন পরিষদের উচিত ছিল এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। আমরা এর নিন্দা জানাচ্ছি।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, চেয়ারম্যান ছুটিতে আছেন, তবে প্যানেল চেয়ারম্যানের পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করা উচিত ছিল। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।
মন্তব্য করুন