লালমনিরহাটের হাতীবান্ধায় গন্তব্যের আগের স্টেশনে নামিয়ে দেওয়ায় ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন যাত্রীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেসের’ যাত্রা বিরতীর দাবিতে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসকে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার রেলস্টেশনের আটক করে বিক্ষোভ করছে স্থানীয় ছাত্র-জনতা। প্রায় ৫ ঘণ্টা আটক করে রাখেন স্থানীয়রা। পরে কতৃপক্ষের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয় স্থানীয়রা। ওই ট্রেনটি হাতীবান্ধা রেল স্টেশন এসে যাত্রীদের নামিয়ে দিয়ে চলে যেতে চাইলে যাত্রীরা এর প্রতিবাদ করে। পরবর্তীতে যাত্রী ও রেল কতৃপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ।
যাত্রীরা বলেন, স্থানীয়রা তুষভান্ডারে প্রায় ৫ ঘণ্টা ট্রেনটি আটকে রাখে। পরে ছেড়ে দিলে ট্রেনটি হাতীবান্ধায় এসে যাত্রীদের নামিয়ে দেওয়ার কথা জানায়। ট্রেনে অনেকেই বুড়িমারীর যাত্রী ছিলেন। তাদেরকে ট্রেনের চালক ও পরিচালক হাতীবান্ধা স্টেশনে নামিয়ে দিতে চায়। এতে যাত্রীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। পরে অন্য একটি ট্রেন যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে রাজি হয়।
এ বিষয়ে হাতীবান্ধা রেলস্টেশন মাস্টার মাসুদ রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মন্তব্য করুন