নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের সেই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টায় নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন।
এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘নাটোরে ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে কালবেলা।
ছাত্রদলের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরমে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করার কারণে কলম ডিগ্রি কলেজ (সিংড়া, নাটোর) শাখা ছাত্রদলের আংশিক কমিটি বিলুপ্ত করা হলো। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন কালবেলাকে জানান, ছাত্রলীগ নেতার ছাত্রদলের সভাপতি হওয়ার সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছি। প্রাথমিক সদস্য ফরমে তথ্য গোপন করে সে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করে। জানতে পেরেছি শাকিল নামে সে ছাত্রলীগ করে এখনো ইউনিয়ন ছাত্রলীগের পদেও রয়েছে। সত্যতা নিশ্চিত হওয়ার সাথে সাথেই আমরা সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।
মন্তব্য করুন