ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রমিক লীগ নেতা মতিউর রহমানকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা স্টেডিয়াম সংলগ্ন রাস্তা থেকে থাকে গ্রেপ্তার করা হয়।
মতিউর উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক।
পুলিশ সূত্রে জানিয়েছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মতিউরকে গ্রেপ্তার করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন