শেরপুরে ১ লাখ ৮৫ হাজার টাকায় আড়াই মাসের এক কন্যাশিশুকে বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলে তিন দিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু সাঈদ।
এর আগে, গতকাল বুধবার সকালে টাঙ্গাইল জেলা সদর থেকে শিশুটিকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪৮)। তিনি শেরপুর সদর উপজেলার লসমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী।
আর পলাতক অন্য আসামিরা হলেন- জরিনার মেয়ে সাবিনা (২৮), সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া (৪৫) ও টাঙ্গাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম (৩০)।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম কালবেলাকে বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন