বশির হোসেন, খুলনা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ছেড়েছেন ভিসি, অস্ত্রধারীরা ঘুরছে প্রকাশ্যে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের কুপিয়ে আহত করা সেই অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিকে কুয়েট প্রশাসনের মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হলেও এজহারে নাম দেওয়া হয়নি কারও। ফলে ৪৮ ঘণ্টার মাথায় হামলার শিকার হওয়া দুই শিশুসহ চারজনকে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে শিক্ষার্থীদের কুয়েট প্রশাসনসহ সব রাজনীতিকে লালকার্ড দেখানো কর্মসূচির মধ্যেই ক্যাম্পাস ছেড়েছেন ভিসি ড. মুহাম্মদ মাছুদ। এ অবস্থায় ঘটনার দুদিন পর শিক্ষার্থীদের আন্দোলনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে কুয়েটে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য ক্যাম্পাস ছাড়েন ভিসি।

অস্ত্রধারীদের পরিচয় মিলেছে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রহাতে মহড়া দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সাদা হাফ হাতা শার্ট মুখে গামছা জড়িয়ে হাতে রামদা হাতে ব্যক্তি খুলনা নগরীর দৌলতপুরের যুবদলের সাবেক সহসভাপতি। নগর যুবদলের শফিকুল আলম তুহিন ও শের আলম সান্টুর নেতৃত্বাধীন কমিটির সময় তিনি দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। মঙ্গলবার রাতেই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। সংঘর্ষের সময় কালো হাফ হাতা টি-শার্ট এবং রামদা হাতে আরও একজনকে দেখা গেছে। তার নাম কামাল হোসেন। তিনি স্বেচ্ছাসেবক দল কর্মী। স্থানীয় বিএনপি নেতারা তার পরিচয় নিশ্চিত করেছে। তার পেছনে লাঠি হাতে অবস্থান করছিলেন হেলাল, তিনি শ্রমিক দলের সক্রিয় কর্মী।

খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, কামাল কখনও বিএনপি, কখনও যুবদল আবার কখনও স্বেচ্ছাসেবক দলের মিছিলে যায়। তিনি দলের কোনো পদে নেই। হেলালেরও একই অবস্থা। শ্রমিক দলের মিছিলে গেলেও কোনো পদে নেই। তারা কেন সেখানে গিয়েছে তারাই বলতে পারবে।

মামলা দেওয়ায় কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি কুয়েট প্রশাসন ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের শত শত ফুটেজ ভাইরাল হলেও মামলা দেওয়ার সময় কাউকে চিনতে পারেনি কুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বুধবার রাতে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ৪শ থেকে ৫শ জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে।

মঙ্গলবার শিক্ষার্থীদের মারধরের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় এক ১২ বছরের কিশোরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যোগীপোল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে ইব্রাহিম। মঙ্গলবার রাতেই সংঘর্ষের স্থানও আশপাশে অভিযান চালিয়ে ইব্রাহিম ও ১৭ বছরের আরাফাতসহ ৪ জনকে আটক করে যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রথম দুদিন অস্বীকার করলেও বৃহস্পতিবার বিকেলে খানজাহান আলী থানা পুলিশ জানায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খানজাহান আলী থানার ওসি কালবেলাকে বলেন, মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তারা অসুস্থ থাকায় তাদের পুলিশি হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রকাশ্যে হামলা চালানো অস্ত্রধারীদের গ্রেপ্তার না করে উলটো ছাত্রদের মারধরের শিকার ১ কিশোরসহ আশপাশ থেকে চারজনকে আটক করায় বিস্ময় প্রকাশ করছে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম বলেন, ওই কিশোরকে নির্যাতন এবং পরে তাকে প্রিজন সেলে আটকে রাখা আরও অমানবিক। যাচাই-বাছাই না করে একটি কিশোরকে এভাবে গ্রেপ্তার দেখানো মানবাধিকার লঙ্ঘনের শামিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

চলমান আন্দোলনের মাঝে উপাচার্যের খুলনা ত্যাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল, ছাত্রলীগ, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে তারা লাল কার্ড দেখান ও বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। এসময় শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘রক্ত যখন ঝরছিল প্রশাসন তখন কই ছিল?’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ চিকিৎসার জন্য ঢাকায় চলে গেছেন, বলে জানা গেছে। এ বিষয়ে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ভিসি স্যার একদিনের ছুটি নিয়ে চিকিৎসা করাতে ঢাকা গিয়েছেন। আগামীকাল শুক্রবার অপরাহ্ণে তার খুলনায় আসার কথা। এই সময়টুকুতে আমি দায়িত্বে আছি। আজ আমাদের আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে মসজিদে নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে সব খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির বিষয় তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি একটি ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

সিই-২০ শিক্ষার্থী মশিউর রহমানসহ অন্তত চারজন শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমরা ছাত্রদলকে রেড কার্ড দেখাতে চাই, ছাত্রলীগকে রেডকার্ড দেখাতে চাই, আমরা ছাত্রশিবিরকে রেডকার্ড দেখাতে চাই, ছাত্র ইউনিয়নকে রেডকার্ড দেখাতে চাই। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি আমাদের মাঝে রাজনৈতিক রূপে আসতে চায় তাহলে তাদেরও আমরা রেডকার্ড দেখাতে চাই। আমরা কুয়েট ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের রাজনীতি দেখাতে চাই না। আমাদের ৫ দফা দাবির আংশিক মেনে নেওয়ার কথা বলা হলেও দৃশ্যমান কোনো উন্নতি আমাদের চোখে পড়েনি। এরই মধ্যে ভিসি কুয়েট ক্যাম্পাস ছেড়েছে শুনেছি এ বিষয় আমরা এখনো কিছু জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

১০

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১১

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১২

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৩

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৫

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৬

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৮

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং উন্নতির আশা জাকের আলীর

১৯

‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না’

২০
X