শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩২
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আর কালক্ষেপণ করবেন না, নির্বাচন দিন’

কুমিল্লার লাকসামে জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
কুমিল্লার লাকসামে জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনতিবিলম্বে নির্বাচন দিন। আর কালক্ষেপণ করবেন না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাব। দেশের উন্নয়ন ও শৃঙ্খলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসামে লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় সকল বিভাগ ধ্বংস করে গেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিজেরা নিজেরা ভোট করে তারা সরকার গঠন করেছে। লাকসামের হিরু-হুমায়ুনসহ সাড়ে সাতশ নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। তাদের সন্তানরা এখনো চোখের পানি ফেলছে।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে লাকসামের মানুষ। যারা অপকর্ম করে তারা এখানকার এমপি তাজুল ইসলামের মতো, শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি এবং করব। আমরাও সংস্কার চাই। তবে এ দেশের সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে মোটা চাল আর মোটা কাপড়।

জনসভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। দুচারজন নাবালক উপদেষ্টার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না।

তিনি বলেন, একাত্তরে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপন করে। ওই ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের হাল ধরেন। শেখ মুজিবের পরিবারের কেউ এবং আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকলে আমি হিজরত করে চলে যাব। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা এ দেশে ভোট চাওয়ার অধিকার রাখে না। ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের মাঝে কোনো বিভেদ থাকবে না। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে।

লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নূর উল্লাহ রায়হান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, নবাব ফয়জুন্নেছার বংশধর আয়াজ আলী চৌধুরী, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কড়াইল বস্তিতে আগুন

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৩ দেশের শিল্পী

ডিবির হারুনের ‘সুইস ব্যাংক’ ঠিকাদার সাদেক ও এসএস গ্রুপ

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন / সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে : ফায়ার সার্ভিস

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

১০

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

১১

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

১২

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

১৩

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১৪

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১৫

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৬

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৮

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৯

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X