সিলেটের লালবাজারের আবাসিক হোটেল থেকে শামসুল আলম (৫০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ব্যবসায়িক কারণে ঢাকা থেকে হোটেল বাগদাদে ওঠেন শামসুল আলম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, লালবাজারের আবাসিক হোটেল থেকে শামসুল আলম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন